বাউবির অনার্স আবেদন সহজ হোকবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৪ বছর মেয়াদে অনার্স (সম্মান) কোর্স চালুর জন্য সম্প্রতি জাতীয় কয়েকটি পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রদান করেছে কর্তৃপক্ষ। তাতে শুধু ঢাকা কলেজ কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে সে কেন্দ্রেই জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর কেবল জনতা ব্যাংক ঢাকা কলেজ কেন্দ্রে ভর্তি ফরমের টাকা জমা দেওয়ার উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, বিভাগীয় শহরে কেন্দ্রের মাধ্যমে এবং ওই ব্যাংকের বিভাগীয় শাখা থেকে ফরম জমা ও গ্রহণ করার সুযোগ দান করুন। তা না হলে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল কেন্দ্রের ছাত্রছাত্রীদের সম্মান কোর্স পড়ার ইচ্ছা থাকলেও রাজধানী কেন্দ্রে গিয়ে ফরম গ্রহণ ও জমা দান দুরূহ হয়ে পড়বে। দেশের সব এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভাগীয় শহরের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
No comments:
Write comments