সরকারের মন্ত্রীরা বাক- স্বাধীনতায় বিশ্বাসী হয়ে একেকবার একেক ধরনের কথা বাজারে ছাড়ছেন। যার প্রতিক্রিয়ায় বাজারের ব্যবসায়ীরা তেলে-বেগুনে জ্বলে গিয়ে মন্ত্রীদের প্রতিটি বক্তব্যের পর দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন। ফলে এর মাশুল দিতে হচ্ছে দেশের নিরীহ জনসাধারণের। সমস্যার আবর্তে দেশের প্রতিটি মানুষ এখন প্রায় দিশাহারা হয়ে পড়ছে। বাজারেও এখন ব্যাগ নিয়ে মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। দ্রব্যমূল্যের উচ্চহারের কারণে ব্যাগে বাজার নেয়ার মতো আর্থিক সচ্ছলতা এখন আর নেই। মন্ত্রীদের হুঙ্কারে কোনো কাজ হচ্ছে না। বর্তমান সরকার দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখবে_ এ প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল। এখন সময় এসেছে মন্ত্রীদের কথার ফুলঝুরি বন্ধ করে বাস্তবতার নিরিখে দেশের মানুষকে দ্রব্যমূল্যের উচ্চহারের অভিশাপ থেকে বের করে আনা। না হলে এ দেশের মানুষ উজাড় করে দেয়া ভোট পাঁচ বছর পর সুদে-আসলে ফিরিয়ে নিতে কুণ্ঠাবোধ নাও করতে পারে।
Saturday, 26 September 2015
সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারবে কী?
সরকারের মন্ত্রীরা বাক- স্বাধীনতায় বিশ্বাসী হয়ে একেকবার একেক ধরনের কথা বাজারে ছাড়ছেন। যার প্রতিক্রিয়ায় বাজারের ব্যবসায়ীরা তেলে-বেগুনে জ্বলে গিয়ে মন্ত্রীদের প্রতিটি বক্তব্যের পর দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন। ফলে এর মাশুল দিতে হচ্ছে দেশের নিরীহ জনসাধারণের। সমস্যার আবর্তে দেশের প্রতিটি মানুষ এখন প্রায় দিশাহারা হয়ে পড়ছে। বাজারেও এখন ব্যাগ নিয়ে মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। দ্রব্যমূল্যের উচ্চহারের কারণে ব্যাগে বাজার নেয়ার মতো আর্থিক সচ্ছলতা এখন আর নেই। মন্ত্রীদের হুঙ্কারে কোনো কাজ হচ্ছে না। বর্তমান সরকার দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখবে_ এ প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল। এখন সময় এসেছে মন্ত্রীদের কথার ফুলঝুরি বন্ধ করে বাস্তবতার নিরিখে দেশের মানুষকে দ্রব্যমূল্যের উচ্চহারের অভিশাপ থেকে বের করে আনা। না হলে এ দেশের মানুষ উজাড় করে দেয়া ভোট পাঁচ বছর পর সুদে-আসলে ফিরিয়ে নিতে কুণ্ঠাবোধ নাও করতে পারে।
No comments:
Write comments